Showing posts with label lyrics. Show all posts
Showing posts with label lyrics. Show all posts

Monday, September 9, 2019

বলোতো আমি তোমার কে, বলোনা তুমি আমার কে?

বলোতো আমি তোমার কে, বলোনা তুমি আমার কে?

বলোতো আমি তোমার কে
শিল্পিঃ এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী



বলোতো আমি তোমার কে?
বলোনা তুমি আমার কে?
বলোতো আমি তোমার কে?
বলোনা তুমি আমার কে?
জানিনা কেন যে তোমার প্রতি
আমার এতো টান...
কেন একবার না দেখিলে তোমায়
বাচেঁনা পরান।। (2)

বলোতো কি করে তোমার দুচোখে
আমার দুচোখ পড়লো..
আর রঙের ফাগুনে চোখ ভরলো।(2)
কেন এমন করে,
নতুন জীবন,
আমায় করলে তুমি দান।।

কেন একবার না দেখিলে তোমায়
বাচেঁনা পরান।

বলোতো আমি তোমার কে?
বলোনা তুমি আমার কে?
বলোতো আমি তোমার কে?
বলোনা তুমি আমার কে?

বলোতো কি করে তোমার মনেতে
আমার এ মন মিশলো
আর সুখে প্লাবনে মন ভাসলো
কেন এমন করে
বুকের ভিতর,
জাগাও খুশির বান।।

কেন একবার না দেখিলে তোমায়
বাচেঁনা পরান।

বলোতো আমি তোমার কে?
বলোনা তুমি আমার কে?
বলোতো আমি তোমার কে?
বলোনা তুমি আমার কে?




Monday, January 29, 2018

তুমি অন্তরে তুমি নয়নে | খালিদ হাসান মিলু

তুমি অন্তরে তুমি নয়নে | খালিদ হাসান মিলু

তুমি অন্তরে তুমি নয়নে 
শিল্পিঃ খালিদ হাসান মিলু 

তুমি অন্তরে তুমি নয়নে 
তুমি জীবনে তুমি মরনে..
ওরে প্রানও ময়নারে..
তুমি অন্তরে তুমি নয়নে 
তুমি জীবনে তুমি মরনে 
ওরে প্রানও ময়নারে....!! 

তুমি খাঁটি প্রেমের ফুল, তুমি জীবনের দু'কুল
তুমি আলো আধারে..
তুমি খাঁটি প্রেমের ফুল, তুমি জীবনের দু'কুল
তুমি আলো আধারে!!

তুমি পূর্ণিমা চাঁদা এই অন্তরে আমাবশ্বার
আধারে ওরে প্রানও ময়না রে
তুমি অন্তরে তুমি নয়নে তুমি
জীবনে তুমি মরনে
ওরে প্রানও ময়নারে..!!

যদি করি কোন ভুল আমি দিব তার মাশুল
সারা জীবনও ধরে 
যদি করি কোন ভুল আমি দিব তার মাশুল
সারা জীবনও ধরে
আমি চাইনা হারাই চিরো তরে কোনো ভুলে
তোমারে....
ওরে প্রানও ময়নারে

তুমি অন্তরে তুমি নয়নে 
তুমি জীবনে তুমি মরনে..
ওরে প্রানও ময়নারে..
তুমি অন্তরে তুমি নয়নে 
তুমি জীবনে তুমি মরনে 
ওরে প্রানও ময়নারে....!! 

গুরু উপায় বলো না | খালিদ হাসান মিলু

গুরু উপায় বলো না | খালিদ হাসান মিলু

গুরু উপায় বলো না
শিল্পিঃ খালিদ হাসান মিলু 
এ্যালবামঃ মানুষ

গুরু উপায় বলো না
জনম দুঃখী কপাল পোড়া গুরু
আমি একজনা..

গিয়াছিলাম ভবের বাজারে 
ছয় চোরাতে করলো চুরি
গুরু ধরলো আমারে..

চোরায় চুরি করে খালাস পাইলো গো
ও গুরু গো.....ও..ও.ওওও
চুরি করে খালাস পাইলো গো
গুরু আমায় দিল জেলখানায়!!! 

জনম দুঃখী কপাল পোড়া গুরু
আমি একজনা..
গুরু উপায় বলো না!!

শিশুকালে মইরা গেল মা
গর্ভে রাইখা পিতা মরলো গুরু 
চোখে দেখলাম না!!

আমায় কে করিবে লালন পালন গো 
ও গুরু গো ও.ও..ওওও
কে করিবে লালন পালন গো 
গুরো গো 
কে যে দিবে শান্তনা 

জনম দুঃখী কপাল পোড়া গুরু
আমি একজনা..
গুরু উপায় বলো না!!

Wednesday, January 24, 2018

ডাক দিয়াছেন দয়াল আমারে

ডাক দিয়াছেন দয়াল আমারে


ডাক দিয়াছেন দয়াল আমারে

শিল্পীঃ এ্যান্ড্রু কিশোর
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরকারঃ আলম খান

ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে...
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।।

ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালাখানী গলে পরিলাম
আমি গলে পরিলাম।।

ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম
আমার সাধের মালা
আমার সাধের মালা যায়রে ছিড়ে..
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।।

ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমি দেখা না পাইলাম।।
ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমার সংগের সাথী..
আমার সংঙ্গের সাথী কেউ হলো না-রে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে..
রইবনা আর বেশী দিন তোদের মাজারে।।

Thursday, December 7, 2017

Valobasha daw valobasha naw - ভালোবাসা দাও ভালোবাসা নাও

Valobasha daw valobasha naw - ভালোবাসা দাও ভালোবাসা নাও

এ্যালবাম/সিনেমাঃ ছুয়ে দিলে মন
গানঃ ভালোবাসা দাও ভালোবাসা নাও
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
সুরকারঃ হাবিব ওয়াহিদ
কথাঃ মারজুক রাসেল

আমি তোমাকে আরও কাছে থেকে
তুমি আমাকে আরও কাছে থেকে
আমি তোমাকে আরও কাছে থেকে
তুমি আমাকে আরও কাছে থেকে
যদি জানতে চাও..
তবে ভালোবাসা দাও..ভালোবাসা নাও
ভালোবাসা দাও..ভালোবাসা নাও।।

নদী কেন যায় সাগরের ডাকে
চাঁদও কেন বৃষ্টির আশায় থাকে
যদি বুঝতে চাও..
আমি তোমার ওই চোঁখে চোঁখ রেখে
তুমি আমার এই চোঁখে চোঁখ রেখে
আমি তোমার ওই চোঁখে চোঁখ রেখে
তুমি আমার এই চোঁখে চোঁখ রেখে
স্বপ্ন দেখে যাও..
তবে ভালোবাসা দাও..ভালোবাসা নাও
ভালোবাসা দাও..ভালোবাসা নাও

কাছে এলে যাও দূরে সরে
কতদিন রাখবে আর একা করে
মনে টেনে নাও..
আমি তোমার ওই হাতে হাত রেখে
তুমি আমার এই হাতে হাত রেখে
আমি তোমার ওই হাতে হাত রেখে
তুমি আমার এই হাতে হাত রেখে
এসো এগিয়ে যাও..
শুধু ভালোবাসা দাও ভালোবাসা নাও
ভালোবাসা দাও ভালোবাসা নাও
আমি তোমাকে আরও কাছে থেকে
তুমি আমাকে আরও কাছে থেকে
যদি জানতে চাও..
তবে ভালোবাসা দাও..ভালোবাসা নাও
ভালোবাসা দাও..ভালোবাসা নাও।।

Nishi furay na - নিশি ফুরায়ে না

Nishi furay na - নিশি ফুরায়ে না

এ্যালবামঃ স্বাধীন
গানঃ নিশি ফুরায়ে না
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
সুরকারঃ হাবিব ওয়াহিদ

নিশি ফুরায়ে না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রানে সয়ে না বলি কেমনে
নিশি ফুরায়ে না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রানে সয়ে না বলি কেমনে।।

সে দুনয়নে আহা কি মায়া
সুরে সুরে গায় যেন কাজল ভ্রমরা
সে দুনয়নে আহা কি মায়া
সুরে সুরে গায় যেন কাজল ভ্রমরা
এক জনমে কি করে হায়
কত ভালোবেসে গেলে তারে পাওয়া যায়
নিশি ফুরায়ে না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রানে সয়ে না বলি কেমনে
নিশি ফুরায়ে না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রানে সয়ে না বলি কেমনে।।

আকাশে বাতাসে খুঁজে বেড়ায়
এক নিমিশে যেন পেয়েও হারায়
আকাশে বাতাসে খুঁজে বেড়ায়
এক নিমিশে যেন পেয়েও হারায়
কোন ভুবনে সে যে হারায়
কত পথ হেটে গেলে খুঁজে পাওয়া যায়
নিশি ফুরায়ে না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রানে সয়ে না বলি কেমনে
নিশি ফুরায়ে না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রানে সয়ে না বলি কেমনে।।

Wednesday, December 6, 2017

Tumihina - তুমিহীনা

Tumihina - তুমিহীনা

গানঃ তুমিহীনা
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
সুরকারঃ হাবিব ওয়াহিদ

তুমি হীনা নিশি রাত একা
চাঁদ অপলক চেয়ে রয় না
তুমি হীনা
দূরের ঐ আকাশ ছুঁয়ে যায় না
তুমি হীনা নিশি রাত একা
চাঁদ অপলক চেয়ে রয় না
তুমি হীনা
দূরের ঐ আকাশ ছুঁয়ে যায় না
মন শুধু খুঁজে বেড়ায়
তোমাতেই ঘুরে বেড়ায় একাকি
এই ফুল শহরে
স্মৃতির সব প্রহরে
অবুঝ আমি কেনো আজো তোমাকেই খুঁজি
জানি না আমি
জান কি তুমি?

তোমাকে খুঁজে যাই, খেয়ালে-বেখেয়ালে
কারনে অকারনে, দক্ষিনের বন্ধ জানালায়
কেন আজ তুমি দূরে বলো হারিয়ে
তুমি হীনা তবু আছি দাঁড়িয়ে
তুমি হীনা শহরের খোয়ারে খোয়ারে ঘুরা হয়ে না
তুমি হীনা চোঁখের কোণে জল মোছা হয়ে না
মন শুধু খুঁজে বেড়ায়
তোমাতেই ঘুরে বেড়ায় একাকি
এই ফুল শহরে
স্মৃতির সব প্রহরে
অবুঝ আমি কেনো আজো তোমাকেই খুঁজি
জানি না আমি
জান কি তুমি?
Ami tomar moner vitor - আমি তোমার মনের ভিতর

Ami tomar moner vitor - আমি তোমার মনের ভিতর

গানঃ আমি তোমার মনের ভিতর
শিল্পীঃ হাবিব ওয়াহিদ ও ন্যান্সি
সুরকারঃ হাবিব ওয়াহিদ

হো..হো..ওহো..হো..হো..
হো..হো..ওহো..হো..হো..
আমি তোমার মনের ভেতর
একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাস
সেই কথাটা জানতে চাই
ভালবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই
তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই।।

হো..হো..ওহো..হো..হো..
হো..হো..ওহো..হো..হো..
এ হৃদয়ে জ্বলেছে এক যাদুর মোমবাতি
তুমি আগুন হয়ে পুড়ছো আমার সারা দিবারাতি
এ হৃদয়ে জ্বলেছে এক যাদুর মোমবাতি
তুমি আগুন হয়ে পুড়ছো আমার সারা দিবারাতি
এ হৃদয়ে ফুটছে ফুল প্রেমের বার মাস
তুমি ফাগুন হয়ে রং ছুয়ালে মনের নীলাকাশ
আমি তোমার মনের ভেতর, একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাস, সেই কথাটা জানতে চাই।।

হো..হো..ওহো..হো..হো..
হো..হো..ওহো..হো..হো..
এ প্রণয়ে অন্ধ হলাম প্রানের আলো তুমি
দুঃখ এল ভুলে যেওনা বাঁচবো না তো আমি
এ প্রণয়ে অন্ধ হলাম প্রানের আলো তুমি
দুঃখ এল ভুলে যেওনা বাঁচবো না তো আমি
এ প্রণয়ে কথা দিলাম সূর্য চন্দ্র তাঁরা
স্বাক্ষী থেকো মরণ যেন হয়, হয়েনা তোমায় ছাড়া
আমি তোমার মনের ভেতর, একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাস, সেই কথাটা জানতে চাই
ভালবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই
তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই।।

Tuesday, December 5, 2017

Ektu darabe ki - একটু দাঁড়াবে কি

Ektu darabe ki - একটু দাঁড়াবে কি

এ্যালবামঃ শোন
গানঃ এখনি নামবে বৃষ্টি
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
সুরকারঃ হাবিব ওয়াহিদ

একটু দাঁড়াবে কি
এখনি নামবে বৃষ্টি
একটু দাঁড়াবে কি
এখনি নামবে বৃষ্টি
মেঘে আকাশ থমথম
নীড়ে ফিরে যাচ্ছে পাখি
একটু দাঁড়াবে কি
এখনি নামবে বৃষ্টি।।

খেয়ালি আকাশের বুকে
ফুটে থাকা তারার মেলা
ঢেকে দিয়ে যাচ্ছে যেন
কালো কালো মেঘের ভেলা
এখনি যেওনা তুমি...
এখনি যেওনা তুমি
ভালবাসা আর একটু বাকি
একটু দাঁড়াবে কি
এখনি নামবে বৃষ্টি।।

চারিদিকে নামছে আঁধার
থাকো না আরও কিছুক্ষন
ভালবেসে যাব দুজনে
ঝরে যাবে ব্যাথার শ্রাবণ
এখনি যেওনা তুমি...
এখনি যেওনা তুমি
ভালবাসা আর একটু বাকি
একটু দাঁড়াবে কি
এখনি নামবে বৃষ্টি।।
Badla dine - বাদলা দিনে

Badla dine - বাদলা দিনে

গানঃ বাদলা দিনে
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
 ‍সুরকারঃ হাবিব ওয়াহিদ

বাদলা দিনে
মনে পরে..ছেলে বেলার গান
বৃষ্টি পরে..টাপুর টুপুর
নদে এলো বান

যদি ডেকে বলি
এসো হাত ধরো
চল ভিজি আজ..বৃষ্টিতে..
এসো গান করি..মেঘো মল্লারে..
করূনো ধরা বৃষ্টিতে..
আসবেনা....তুমি...
জানি আমি জানি
অকারনে..তবু কেন কাছে ডাকি...?
কেন..?মরে যাই..তৃষ্ণাতে
এই..এসোনা চলো জলে ভিজি
শ্রাবণো রাতের বৃষ্টিতে..

কতোনা প্রণয়..ভালোবাসা বাসি
অশ্রূ সজল কতো হাঁসাহাঁসি
চোঁখে চোঁখ রাখা
জল ছবি আঁকা..বকুল গন্ধা রাতে..
কাছে থেকেও তুমি কতো দুরে..
আমি মরে যাই তৃষ্ণাতে
চল ভিজি আজ বৃষ্টিতে..

যদি ডেকে বলি.এসো হাত ধর
চল ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে
করূণা ধাঁরা দৃষ্টিতে
আসবে না তুমি..জানি আমি জানি..
অকারনে তবু কেন কাছে ডাকি..??
কেন মরে যাই তৃষ্ণাতে..
এই..এসোনা চলো জলে ভিজি
শ্রাবনো রাতে বৃষ্টিতে..
বাদলা দিনে
মনে পরে..ছেলে বেলার গান
বৃষ্টি পরে..টাপুর টুপুর
নদে এলো বান..
Godhuli logon - গোধূলী লগন

Godhuli logon - গোধূলী লগন

এ্যালবামঃ বলছি তোমাকে
গানঃ গোধূলী লগন
শিল্পীঃ হাবিব ওয়াহিদ ও ন্যান্সি
সুরকারঃ হাবিব ওয়াহিদ
গীতিকারঃ সুস্মিতা বিশ্বাস সাথী

এক সাথে দু-জনে বৃষ্টিতে...
ভিজে একাকার..
ভালোবাসা নয়নে আজ
তোমার আমার
এখন গোধূলী সময়
মন যেন কিছু চায়
চলো না পাখি হয়ে
উড়াল দেই অজানায়...
আসে যদি কালবৈশাখি ঝড়...
বলোতো কি হবে তারপর??
মনে দুজনারি প্রেমের লহর
আসে এখন যদি কোনো ঝড়...।।

ঝড় আসবে আসুক
তাকিয়ে থাকতে চাই এই দুনয়নে...
ভয় করিনা কোনো
ঝড় জানেনা ভালোবাসার মানে...
আজ এই গোধূলী লগন
পাশাপাশি বসে দুজন...
পাছে কিছু চায় মন
এই ভয়ে আছি এখন...
আসে যদি কালবৈশাখী ঝড়...
যা হবার হোক না তারপর...
মনে দুজনারি প্রেমের লহর
আসে এখন যদি কোনো ঝড়...।।

লা..লা..লা..লা..
লা..লা..লা...
লা..লা..লা..লা..
লা..লা..লা...
হুমমমম......
তোমাতেই প্রেম সব
চাঁদ হয়ে আছো মোর আকাশে...
রঙিন আমার বাস্তব
আজ তোমার পাশে বসে...
প্রেম করবো কি অর্পন
চলছে মাস শ্রাবন
দেখেছি ভরে দুনয়ন
জানিনা কি হয় কখন
আসে যদি কালবৈশাখী ঝড়...
লা..লা..লা..লা...
যা হবার হোক না তারপর...
লা..লা..লা..লা...
মনে দুজনারি প্রেমের লহর
আসে এখন যদি কোনো ঝড়...।।
Nishi kabbo - নিশি কাব্যে

Nishi kabbo - নিশি কাব্যে

এ্যালবামঃ বলছি তোমাকে
গানঃ নিশি কাব্যে
কন্ঠ শিল্পীঃ হাবিব ওয়াহিদ
গীতিকারঃ সুস্মিতা বিশ্বাস সাথী
সুরকারঃ হাবিব ওয়াহিদ


নিশি গভীর হয়ে চোঁখের পাতা

এক হয়ে না..হয়ে না
তুমি কাছে নেই বলে..
দু-চোঁখ নিদ্রা যায় না


নিশি কাব্যে...

নিশি কাব্যে তোমার আগমন
দ্যেতনায় তবু এই তনু মন
কাছে এসো...
কাছে এসো করবো বরন বিনিদ্র
রই তোমার কারন
এই নিশি তুমি বিনা..
পূর্নতা পায় না...পায় না
তুমি কাছে নেই বলে
দু-চোখ নিদ্রা যায় না


তুমি এলে এই নিশি আলোয় যাবে ভরে

নিশি থেকে উষা হবে মনের অগোচরে
তুমি এলেই তবে হবো নিদ্রা মগ্ন
হা-হাকারে ভরা আজ এই নিশি লগ্ন


তোমার মুখটি...

তোমার মুখটি করি স্মরন
মনে আধাঁর স্মৃতি আবরন
শূন্যতা...
শূন্যতা আর হয়ে না সহন নিশিজুড়ে
আমার জাগরন...
হাত বাড়িয়ে তোমায়
ছোঁয়া যায় না...যায় না...যায় না...
তুমি কাছে নেই বলে দু-চোখ নিদ্রা যায় না।
Tume janona - তুমি জানোনা

Tume janona - তুমি জানোনা

এ্যালবামঃ তুমি সন্ধ্যারও মেঘমালা
গানঃ তুমি জানো না
কন্ঠ শিল্পীঃ হাবিব ওয়াহিদ, ন্যান্সি
কথাঃ কবির বকুল
সুরঃ হাবিব ওয়াহিদ


এ যেন এক নীল কল্পনা

কোনো গল্পনা পুরনো
ও..মনে মনে সুখ রচনা
শুধু দু-জনা মগ্ন
তুমি জানোনা
পেয়ে গেছি আমি জীবন আবার
তুমি জানোনা..তুমি জানোনা
কত না বলা ভাষা
তুমি আশা ভালোবাসা আমার
এ যেন এক নীল কল্পনা
কোনো গল্পনা পুরনো
ও..মনে মনে সুখ রচনা
শুধু দু=জনা মগ্ন..


প্রেমে লিখি চোখে কবিতা

ছুঁয়ে ছুঁয়ে আঁকি ছবিটা
শত ভাবনাতে করে যে নতুন
তুমি সবইতা।
প্রেমে লিখি চোখে কবিতা
ছুঁয়ে ছুঁয়ে আঁকি ছবিটা
শত ভাবনাতে করে যে নতুন
তুমি সবইতা।
তুমি জানোনা
পেয়ে গেছি আমি জীবন আবার
তুমি জানোনা...তুমি জানোনা
কত না বলা ভাষা
তুমি আশা ভালোবাসা আমার
এ যেন এক নীল কল্পনা
কোনো গল্পনা পুরনো
ও..মনে মনে সুখ রচনা
শুধু দু-জনা মগ্ন..


যতো কাছে কাছে আমি যাই

অনুভবে তারও বেশি পাই
তবু এ হৃদয়ে অথৈ পিপাসা
আরো বেশে চাই।
যতো কাছে কাছে আমি যাই
অনুভবে তারও বেশি পাই
তবু এ হৃদয়ে অথৈ পিপাসা
আরো বেশি চাই।
তুমি জানোনা
পেয়ে গেছি আমি জীবন আবার
তুমি জানোনা...তুমি জানোনা
কত না বলা ভাষা
তুমি আশা ভালোবাসা আমার
এ যেন এক নীল কল্পনা
কোনো গল্পনা পুরনো
ও..মনে মনে সুখ রচনা
শুধু দু-জনা মগ্ন।
Golaper din -  গোলাপের দিন

Golaper din - গোলাপের দিন

গানঃ গোলাপের দিন
কন্ঠ শিল্পীঃ হাবিব ওয়াহিদ, ন্যান্সি
কথাঃ সুহরাইদ সুফিয়ান
মিউজিকঃ হাবিব ওয়াহিদ


ভালোবাসার দুয়ার খুলে

এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন
তোমারই প্রেমে
রঙিন হলো এ জীবন
ছেড়োনা এ দুটি হাত
মরে যাবে দুটি মন
ভালোবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।


ডুবেছি, প্রেমের জলে

তোমার ওই দুষ্টু ডাকে
আমার এই মনটা শুধু
তোমাতেই পড়ে থাকে
ঝিরিঝিরি হাওয়াতে
সুখেরই গল্পটাতে
তোমাকেই খুঁজে পাই
তোমারই প্রেমে
রঙিন হলো এ জীবন
ছেড়োনা এ দুটি হাত
মরে যাবে দুটি মন
ভালোবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকেই চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।


বুনেছি, তোমায় নিয়ে

হাজারো স্বপ্ন আমার
তোমার ওই, মনের দেশে
সাজাবো, চাঁদের পাহাড়
মেঘের আসা-যাওয়াতে
উদাসী কল্পনাতে
তোমাকে ছুঁয়ে যাই
তোমারই প্রেমে
রঙিন হলো এ জীবন
ছেড়োনা এ দুটি হাত
মরে যাবে দুটি মন
ভালোবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।।।

Akash choa valobasha - আকাশ ছোঁয়া ভালবাসা

Akash choa valobasha - আকাশ ছোঁয়া ভালবাসা

গানঃ হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
এ্যালবামঃ আকাশ ছোঁয়া ভালবাসা
কন্ঠ শিল্পীঃ হাবিব ওয়াহিদ, ন্যান্সি
গীতিকারঃ জুয়েল মাহমুদ


হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে

সুরের ডানা মেলে
তোমার মনের উঠান লেপে দেবো
সাজিয়ে দেবো ফুলে, তুমি এসো
তবু এসো, ভালোবেসো
হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান লেপে দেবো
সাজিয়ে দেবো ফুলে, তুমি এসো
তবু এসো, ভালোবেসো।


খেয়ালী শিশির লুটাবো তাই

আঁচলে টেনেছে মেঘে
তোমার জন্য শুধু তোমার জন্য
গোধুলী আকাশ লাজুক লাজুক
সন্ধ্যা এখনো জেগে
তোমার জন্য শুধু তোমার জন্য
আমি সেই সুখে আজ
ফেলেছি নোঙ্গর আবেগ জড়ানো কুলে
তুমি এসো, তবু এসো ভালোবেসো।


রাত নিঝুম জোনাক নাচে

চন্দন টিপ মেখে
তোমার জন্য শুধু তোমার জন্য
পদ্মা রাঙ্গা ঝিলোর ডালায়
চাঁদ যে কাব্য লেখে
তোমার জন্য শুধু তোমার জন্য
আমি সেই সুখে আজ স্বপ্নলোকের
দুয়ার দিয়েছি খুলে, তুমি এসো
তবু এসো ভালোবেসো
হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান লেপে দেবো
সাজিয়ে দেবো ফুলে, তুমি এসো
তবু এসো, ভালোবেসো।।।
Dhire dhire - ধীরে ধীরে

Dhire dhire - ধীরে ধীরে

গানঃ ধীরে ধীরে
কন্ঠঃ হাবিব ওয়াহিদ ও ন্যান্সি
লিরিক্সঃ সারমিন সুলতানা সুমি
মিউজিকঃ হাবিব ওয়াহিদ


ধীরে ধীরে সে দুয়ারে আমার

ধীরে ধীরে সে হাওয়ায়
ধীরে ধীরে মন পাহারা তবু কেন
মন চুরি হায়


হো..যে ছিল আড়ালে

খুব কাছে দাড়াঁলে
তার ছায়া শরীরে
খুব কাছে জড়ালে


যে ছিল আড়ালে

খুব কাছে দাড়াঁলে
তার ছায়া শরীরে
খুব কাছে জড়ালে


ধীরে ধীরে আপন হলো

সে যে আমার
ধীরে ধীরে সে দুয়ারে আমার
ধীরে ধীরে সে হাওয়ায়
ধীরে ধীরে মন পাহারা তবু কেন
মন চুরি হায়


হো..থাকো না তুমি

যেওনা দুরে
এক নদী এক স্রোতে
বহিয়া এক সুরে


হো..থাকো না তুমি

যেওনা দুরে
এক নদী এক স্রোতে
বহিয়া এক সুরে
ধীরে ধীরে কাছে আরও
কাছে সে আবার
ধীরে ধীরে সে দুয়ারে আমার
ধীরে ধীরে সে হাওয়ায়
ধীরে ধীরে মন পাহারা তবু কেন
মন চুরি হায়।।।

Monday, December 4, 2017

Hariy fela valobasha - হারিয়ে ফেলা ভালবাসা

Hariy fela valobasha - হারিয়ে ফেলা ভালবাসা

গানঃ হারিয়ে ফেলা ভালবাসা
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
মিউজিকঃ হাবিব ওয়াহিদ
লিরিক্সঃ গঞ্জন রহমান


আলতো ছোয়ায় চোঁখের চাওয়ায়

পাওয়া না পাওয়া কি যে নেশা
সেই স্মৃতিটাই আজো হাতে রয়ে
হারিয়ে ফেলা ভালবাসা
আলতো ছোয়ায় চোঁখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজো হাতে রয়ে
হারিয়ে ফেলা ভালবাসা।।


বোঝনা খোজনা দেখনা হৃদয়ে

কি যে ব্যাথা আকুলতা...


এভাবে কেভাবে কেকবে যে প্রণয়ে

বেধে তোমায় পেল ব্যা্থা
সেই স্পর্সের গভীরতায়,
যে ভাষা তুমি বোঝো কি বোঝোনা এই হতাশা
আলতো ছোয়ায় চোঁখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই  আজো হাতে রয়ে
হারিয়ে ফেলা ভালবাসা..
আলতো ছোয়ায় চোঁখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজো হাতে রয়ে
হারিয়ে ফেলা ভালবাসা।।


ভাবোনা যাবেনা তবুওতো খোলা

কেটে যাবে জীবন একা...


কবোনা কভুনা হবেনাতো বলা

বুকে কত কষ্ট রাখা,
এই অস্থিরও সময়ে বারতা
তুমি শুনতে বলো পার কি নাকি পারনা
আলতো ছোয়ায় চোঁখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই  আজো হাতে রয়ে
হারিয়ে ফেলা ভালবাসা
আলতো ছোয়ায় চোঁখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজো হাতে রয়ে
হারিয়ে ফেলা ভালবাসা।।।
Doob - ডুব

Doob - ডুব

এ্যালবামঃ প্রজাপতি
গানঃ ডুব
কন্ঠ শিল্পীঃ হাবিব ওয়াহিদ
লিরিক্সঃ জাহিদ আকবর


তোমার মাঝে নামবো আমি

তোমার ভিতর ডুব
তোমার মাঝে কাটবো সাতাঁর
ভাসবো আমি খুব
তোমার মাঝে জীবন যাপন
স্বপ্ন দেখা স্বপ্ন ভাঙ্গন।


সারানিশি ভিজবো দু-জন

চাঁদের ঝরা জলে......


সারানিশি ভিজবো দু-জন

চাঁদের ঝরা জলে
সবুজ সুখে করবো কুজন
নীল আকাশের তলে
পাঁজর দিয়ে আগলে রবো
তোমায় সারা জীবন।


সূর্য ছোঁবে রাতের অধর

ঝরবে নরম আলো....


নামবো তোমার চোঁখের ভেতর

বাসবো অনেক ভালো
মনের সবুজ সুতো দিয়ে
বুনবো অনেক স্বপন
তোমার মাঝে নামবো আমি
তোমার ভেতর ডুব
তোমার মাঝে কাটবো সাতাঁর
ভাসবো আমি খুব
তোমার মাঝেই জীবন যাপন
স্বপ্ন দেখা স্বপ্ন ভাঙ্গন।।।
Moner thikana - মনের ঠিকানা

Moner thikana - মনের ঠিকানা

গানঃ মনের ঠিকানা
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
 সুরঃ হাবিব ওয়াহিদ
কথাঃ  হৃদি


চলে আয় মনেরই ঠিকানায়

বাসবো ভাল হাত ধরে
চলে আয় প্রেমেরই ইষারায়
দেখবো তোকে প্রেমও ভরে
তোকে ঘীরে সব ইচ্ছে গুলো
মন পাখিরা আজ পাহাড় ছুলো
তুই চলে গেলে মন কোন শোনেনা বারন হায়
কাছে চলে আয় চলে আয়
মনেরই ঠিকানায়
বাসবো ভাল হাত ধরে
চলে আয় প্রেমেরই ইশারায়
দেখবো তোকে প্রেমও ভরে।


তুই ছাড়া........

মন যে মানে না ভাল লাগে না
তুই ছাড়া.....
ঘুম যে আসে না প্রান সে হাসে না
তুই ছাড়া.....
সুখ সে জোটে না ফুল সে ফোটে না
তুই ছাড়া....ও তুই ছাড়া.....
মন যে ভাঙ্গে না ভালো লাগে না
তুই ছাড়া....
ঘুম যে আসে না প্রান সে হাসে না
তুই ছাড়া.....
সুখ সে জোটে না ফুল সে ফোটে না
তুই ছাড়া....
চোঁখে হারালে দিন সে গড়ালে
মন মানেনা
সে কি জানে
ও ইচ্ছে কড়ানো সবটা হারানো ও...
জীবন তোকে ঘীরে সব হচ্ছে গুলো
মন পাখিরা আজ পাহাড় ছুলো
তুই চলে গেলে মন কোন শোনেনা বারন
কাছে চলে আয় চলে আয়
বাসবো ভাল হাত ধরে
চলে আয় প্রেমেরই ইশারায়
দেখবো তোকে প্রেমো ভরে
চলে আয় মনেরই ঠিকানায়
বাসবো ভাল হাত ধরে
চলে আয় প্রেমেরই ইশারায়
দেখবো তোকে প্রেমো ভরে।।।

Friday, December 1, 2017

Didha - দ্বিধা

Didha - দ্বিধা



গানের নাম - দ্বিধা

কথা -  মারজুক রাসেল 
শিল্পি -  হাবিব ও ন্যান্সি 
ছবি - থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার 


বাহির বলে দুরে থাকুক

ভিতর বলে আসুকনা, 
ভিতর বলে দুরে থাকুক
বাহির বলে আসুকনা;


ডেউ জানা এক নদীর কাছে

গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকা ভাসাই 
ভাসাই করে ভাসাই না, 
না ডুবায়, না ভাষায় 
না ভাসাই না ডুবাই।।


বাহির বলে দুরে থাকুক

ভিতর বলে আসুকনা, 
ভিতর বলে দুরে থাকুক
বাহির বলে আসুকনা।


জল ডাকে আগুনও টানে 

আমি পড়ি মধ্যেখানে 
দুই দিকে দুই খন্ড হয়ে
যাই আবার যাই না 
না নিভাই, না জালাই 
না জালাই না নিভাই।।


বাহির বলে দুরে থাকুক

ভিতর বলে আসুকনা, 
ভিতর বলে দুরে থাকুক
বাহির বলে আসুকনা।।।