Showing posts with label lyrics. Show all posts
Showing posts with label lyrics. Show all posts

Monday, September 9, 2019

বলোতো আমি তোমার কে, বলোনা তুমি আমার কে?

বলোতো আমি তোমার কে, বলোনা তুমি আমার কে?

বলোতো আমি তোমার কে
শিল্পিঃ এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী



বলোতো আমি তোমার কে?
বলোনা তুমি আমার কে?
বলোতো আমি তোমার কে?
বলোনা তুমি আমার কে?
জানিনা কেন যে তোমার প্রতি
আমার এতো টান...
কেন একবার না দেখিলে তোমায়
বাচেঁনা পরান।। (2)

বলোতো কি করে তোমার দুচোখে
আমার দুচোখ পড়লো..
আর রঙের ফাগুনে চোখ ভরলো।(2)
কেন এমন করে,
নতুন জীবন,
আমায় করলে তুমি দান।।

কেন একবার না দেখিলে তোমায়
বাচেঁনা পরান।

বলোতো আমি তোমার কে?
বলোনা তুমি আমার কে?
বলোতো আমি তোমার কে?
বলোনা তুমি আমার কে?

বলোতো কি করে তোমার মনেতে
আমার এ মন মিশলো
আর সুখে প্লাবনে মন ভাসলো
কেন এমন করে
বুকের ভিতর,
জাগাও খুশির বান।।

কেন একবার না দেখিলে তোমায়
বাচেঁনা পরান।

বলোতো আমি তোমার কে?
বলোনা তুমি আমার কে?
বলোতো আমি তোমার কে?
বলোনা তুমি আমার কে?




Monday, January 29, 2018

তুমি অন্তরে তুমি নয়নে | খালিদ হাসান মিলু

তুমি অন্তরে তুমি নয়নে | খালিদ হাসান মিলু

তুমি অন্তরে তুমি নয়নে 
শিল্পিঃ খালিদ হাসান মিলু 

তুমি অন্তরে তুমি নয়নে 
তুমি জীবনে তুমি মরনে..
ওরে প্রানও ময়নারে..
তুমি অন্তরে তুমি নয়নে 
তুমি জীবনে তুমি মরনে 
ওরে প্রানও ময়নারে....!! 

তুমি খাঁটি প্রেমের ফুল, তুমি জীবনের দু'কুল
তুমি আলো আধারে..
তুমি খাঁটি প্রেমের ফুল, তুমি জীবনের দু'কুল
তুমি আলো আধারে!!

তুমি পূর্ণিমা চাঁদা এই অন্তরে আমাবশ্বার
আধারে ওরে প্রানও ময়না রে
তুমি অন্তরে তুমি নয়নে তুমি
জীবনে তুমি মরনে
ওরে প্রানও ময়নারে..!!

যদি করি কোন ভুল আমি দিব তার মাশুল
সারা জীবনও ধরে 
যদি করি কোন ভুল আমি দিব তার মাশুল
সারা জীবনও ধরে
আমি চাইনা হারাই চিরো তরে কোনো ভুলে
তোমারে....
ওরে প্রানও ময়নারে

তুমি অন্তরে তুমি নয়নে 
তুমি জীবনে তুমি মরনে..
ওরে প্রানও ময়নারে..
তুমি অন্তরে তুমি নয়নে 
তুমি জীবনে তুমি মরনে 
ওরে প্রানও ময়নারে....!! 

গুরু উপায় বলো না | খালিদ হাসান মিলু

গুরু উপায় বলো না | খালিদ হাসান মিলু

গুরু উপায় বলো না
শিল্পিঃ খালিদ হাসান মিলু 
এ্যালবামঃ মানুষ

গুরু উপায় বলো না
জনম দুঃখী কপাল পোড়া গুরু
আমি একজনা..

গিয়াছিলাম ভবের বাজারে 
ছয় চোরাতে করলো চুরি
গুরু ধরলো আমারে..

চোরায় চুরি করে খালাস পাইলো গো
ও গুরু গো.....ও..ও.ওওও
চুরি করে খালাস পাইলো গো
গুরু আমায় দিল জেলখানায়!!! 

জনম দুঃখী কপাল পোড়া গুরু
আমি একজনা..
গুরু উপায় বলো না!!

শিশুকালে মইরা গেল মা
গর্ভে রাইখা পিতা মরলো গুরু 
চোখে দেখলাম না!!

আমায় কে করিবে লালন পালন গো 
ও গুরু গো ও.ও..ওওও
কে করিবে লালন পালন গো 
গুরো গো 
কে যে দিবে শান্তনা 

জনম দুঃখী কপাল পোড়া গুরু
আমি একজনা..
গুরু উপায় বলো না!!

Wednesday, January 24, 2018

ডাক দিয়াছেন দয়াল আমারে

ডাক দিয়াছেন দয়াল আমারে


ডাক দিয়াছেন দয়াল আমারে

শিল্পীঃ এ্যান্ড্রু কিশোর
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরকারঃ আলম খান

ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে...
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।।

ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালাখানী গলে পরিলাম
আমি গলে পরিলাম।।

ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম
আমার সাধের মালা
আমার সাধের মালা যায়রে ছিড়ে..
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।।

ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমি দেখা না পাইলাম।।
ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমার সংগের সাথী..
আমার সংঙ্গের সাথী কেউ হলো না-রে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে..
রইবনা আর বেশী দিন তোদের মাজারে।।

Thursday, December 7, 2017

Valobasha daw valobasha naw - ভালোবাসা দাও ভালোবাসা নাও

Valobasha daw valobasha naw - ভালোবাসা দাও ভালোবাসা নাও

এ্যালবাম/সিনেমাঃ ছুয়ে দিলে মন
গানঃ ভালোবাসা দাও ভালোবাসা নাও
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
সুরকারঃ হাবিব ওয়াহিদ
কথাঃ মারজুক রাসেল

আমি তোমাকে আরও কাছে থেকে
তুমি আমাকে আরও কাছে থেকে
আমি তোমাকে আরও কাছে থেকে
তুমি আমাকে আরও কাছে থেকে
যদি জানতে চাও..
তবে ভালোবাসা দাও..ভালোবাসা নাও
ভালোবাসা দাও..ভালোবাসা নাও।।

নদী কেন যায় সাগরের ডাকে
চাঁদও কেন বৃষ্টির আশায় থাকে
যদি বুঝতে চাও..
আমি তোমার ওই চোঁখে চোঁখ রেখে
তুমি আমার এই চোঁখে চোঁখ রেখে
আমি তোমার ওই চোঁখে চোঁখ রেখে
তুমি আমার এই চোঁখে চোঁখ রেখে
স্বপ্ন দেখে যাও..
তবে ভালোবাসা দাও..ভালোবাসা নাও
ভালোবাসা দাও..ভালোবাসা নাও

কাছে এলে যাও দূরে সরে
কতদিন রাখবে আর একা করে
মনে টেনে নাও..
আমি তোমার ওই হাতে হাত রেখে
তুমি আমার এই হাতে হাত রেখে
আমি তোমার ওই হাতে হাত রেখে
তুমি আমার এই হাতে হাত রেখে
এসো এগিয়ে যাও..
শুধু ভালোবাসা দাও ভালোবাসা নাও
ভালোবাসা দাও ভালোবাসা নাও
আমি তোমাকে আরও কাছে থেকে
তুমি আমাকে আরও কাছে থেকে
যদি জানতে চাও..
তবে ভালোবাসা দাও..ভালোবাসা নাও
ভালোবাসা দাও..ভালোবাসা নাও।।