সম্প্রতি বের হওয়া মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের পরিচালনায় বড় ছেলে টেলিফিল্মটি দেখেছি। ভালও লেগেছে। এমনকি ইউটিউবে 4মিলিয়ন ভিউও হয়েছে। ভিউয়ারদের বিভিন্ন মন্তব্যও চোখে পড়ার মত। এ প্রেক্ষিতে আমিও একটি স্বল্প দৈর্ঘ্য মন্তব্য জুড়ে দিলাম। এখানে পরিবারের বড় ছেলে রাশেদ ভাল ফলাফল নিয়ে পড়ালেখা শেষ করেছেন এবং নিয়মিত টিউশনি করছেন ও চাকরির সন্ধানও করছেন। এদিকে বিভিন্ন জায়গা থেকে রাশেদের প্রেমিকার বিয়ের প্রস্তাবও আসছে। এ পরিস্থিতিতে জরুরী হচ্ছে মেহজাবিনের বিয়ে। যেখানে মেহজাবিন এবং রাশেদের ভালাবাসার কোন কমতি পরিলক্ষিত হয়নি। সেখানে কেন রাশেদ মেহজাবিনের বিয়ের পাত্র হতে পারবে না?? বাংলাদেশের প্রেক্ষাপটে রাশেদ এর অবস্থান একেবারে শোচনীয় নয়। বাবা এখনো শিক্ষাকতা করছেন, অবসরে
গেলেও পেনশন পাবেন, তাছাড়া টিউশনি তো চলছেই, মেহজাবিনেরও অভাব ছিল না, এমনকি তার বাবা চায়নি তাও দৃশ্যমান হয়নি। মেহজাবিন তো চেয়েছেই। তাহলে ওদের নিস্পাপ প্রেমটা রক্তাক্ত হলো কেন?? এ প্রেমটার দরকারই বা কি ছিল। হ্যাঁ রাশেদ তো পরিবারের দায়িত্ব নেবেই, কিন্তু রাশেদের পরিবার ওরকম ফুলের মত বউ ঘরে এলে খুশি মনে বরন করে নিতেও পারত। শিক্ষক কেন্দ্রীক পরিবারের যদি এই হয়, তাহলে কৃষক কেন্দ্রিক পরিবারের কি হবে। অভিনয় দেখে যদি কাঁদি তাহলে বাস্তব জীবনের অভিনয় দেখে কি করবো। উল্লেখ্য বাংলা সিনেমার মত পরিবারের কারো দুটি চোখ বা কিডনি নষ্ট হয়নি। এমনকি মরনব্যাধি ক্যান্সারও হয়নি। মাদ্রাস বা সিঙ্গাপুর নেওয়া লাগে নি, তো ঘাবড়াবার কি ছিল? রাশেদ যদি আর একটু সাহস দেখাতেন হয়তো চম্বুবকটা মিলেও যেতে পারত। কাইন্দা লাভ নাই, বাস্তবে কাঁন্দার সময় নাই। সো লড়াই কড় বিজয় না হওয়া পর্যন্ত। যাইহোক টেলিফিল্ম নয় অসাধারণ নাটক!!!!
Souls Sound is a leading technology media property, dedicated to technology trends, important software, biggest collection of song lyrics, album information, biggest book library, technology tutorial, literature news and reviewing latest topics.
This comment has been removed by the author.
ReplyDeleteOshadharon
ReplyDeleteNice!
ReplyDelete