Wednesday, December 6, 2017

Ami tomar moner vitor - আমি তোমার মনের ভিতর

Ami tomar moner vitor - আমি তোমার মনের ভিতর

গানঃ আমি তোমার মনের ভিতর
শিল্পীঃ হাবিব ওয়াহিদ ও ন্যান্সি
সুরকারঃ হাবিব ওয়াহিদ

হো..হো..ওহো..হো..হো..
হো..হো..ওহো..হো..হো..
আমি তোমার মনের ভেতর
একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাস
সেই কথাটা জানতে চাই
ভালবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই
তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই।।

হো..হো..ওহো..হো..হো..
হো..হো..ওহো..হো..হো..
এ হৃদয়ে জ্বলেছে এক যাদুর মোমবাতি
তুমি আগুন হয়ে পুড়ছো আমার সারা দিবারাতি
এ হৃদয়ে জ্বলেছে এক যাদুর মোমবাতি
তুমি আগুন হয়ে পুড়ছো আমার সারা দিবারাতি
এ হৃদয়ে ফুটছে ফুল প্রেমের বার মাস
তুমি ফাগুন হয়ে রং ছুয়ালে মনের নীলাকাশ
আমি তোমার মনের ভেতর, একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাস, সেই কথাটা জানতে চাই।।

হো..হো..ওহো..হো..হো..
হো..হো..ওহো..হো..হো..
এ প্রণয়ে অন্ধ হলাম প্রানের আলো তুমি
দুঃখ এল ভুলে যেওনা বাঁচবো না তো আমি
এ প্রণয়ে অন্ধ হলাম প্রানের আলো তুমি
দুঃখ এল ভুলে যেওনা বাঁচবো না তো আমি
এ প্রণয়ে কথা দিলাম সূর্য চন্দ্র তাঁরা
স্বাক্ষী থেকো মরণ যেন হয়, হয়েনা তোমায় ছাড়া
আমি তোমার মনের ভেতর, একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাস, সেই কথাটা জানতে চাই
ভালবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই
তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই।।
পেনড্রাইভে ফাইল আছে তা দেখা যাচ্ছে না????

পেনড্রাইভে ফাইল আছে তা দেখা যাচ্ছে না????

পেনড্রাইভে ফাইল আছে তা দেখা যাচ্ছে না????
পেনড্রাইভে ফাইল আছে, কিন্তু অনেক সময় মাউস রেখে ডান ক্লিক করে প্রোপার্টিজে গিয়ে সেগুলো দেখা যায় না। এসব ফাইল দেখার জন্য প্রথমে My Computer -এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে প্রোপার্টিজ এ যান। এখন সিস্টেম রিষ্টোর- এ ক্লিক করে Turn off System Restore all on Drives এ টিক চিহৃ দিয়ে ওকে করূন। নতুন একটি উইন্ডো এলে Yes করূন। এখন My Computer এর মেনু বারের Tools থেকে Folder Options নির্বাচন করে View ক্লিক করূন। Show Hidden Files and Folders টিক চিহৃ দিন এবং Hide Extensions ও Hide Protected বক্স থেকে টিক চিহৃ তুলে দিয়ে ওকে করূন। আপনার ফাইল দেখবেন পেনড্রাইভে, লুকায়িতো অবস্থায় ফোল্ডার গুলো দেখা যাচ্ছে এবং সেগুলো ভাল আছে নষ্ট হয়েনি। পেনড্রাইভে করে কোন ফাইল বা ফোল্ডার অন্য কোন কম্পিউটারে নিতে চাইলে তা জিপ করে নেওয়া ভাল। জিপ করা ফাইল বা ফোল্ডার গুলো ভাইরাসে আক্রমন হয়ে না। কোন ফাইল বা ফোল্ডার জিপ করতে চাইলে সেটির উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Send to Compressed [Zipped] এ ক্লিক করূন। দেখবেন জিপ হয়ে গেছে। আবার আনজিপ করতে চাইলে সেটির উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Extract All -এ ক্লিক করে পর পর দু-বার Next -এ ক্লিক করে দেখবেন আনজিপ হয়ে গেছে।।

Tuesday, December 5, 2017

Ektu darabe ki - একটু দাঁড়াবে কি

Ektu darabe ki - একটু দাঁড়াবে কি

এ্যালবামঃ শোন
গানঃ এখনি নামবে বৃষ্টি
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
সুরকারঃ হাবিব ওয়াহিদ

একটু দাঁড়াবে কি
এখনি নামবে বৃষ্টি
একটু দাঁড়াবে কি
এখনি নামবে বৃষ্টি
মেঘে আকাশ থমথম
নীড়ে ফিরে যাচ্ছে পাখি
একটু দাঁড়াবে কি
এখনি নামবে বৃষ্টি।।

খেয়ালি আকাশের বুকে
ফুটে থাকা তারার মেলা
ঢেকে দিয়ে যাচ্ছে যেন
কালো কালো মেঘের ভেলা
এখনি যেওনা তুমি...
এখনি যেওনা তুমি
ভালবাসা আর একটু বাকি
একটু দাঁড়াবে কি
এখনি নামবে বৃষ্টি।।

চারিদিকে নামছে আঁধার
থাকো না আরও কিছুক্ষন
ভালবেসে যাব দুজনে
ঝরে যাবে ব্যাথার শ্রাবণ
এখনি যেওনা তুমি...
এখনি যেওনা তুমি
ভালবাসা আর একটু বাকি
একটু দাঁড়াবে কি
এখনি নামবে বৃষ্টি।।
Badla dine - বাদলা দিনে

Badla dine - বাদলা দিনে

গানঃ বাদলা দিনে
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
 ‍সুরকারঃ হাবিব ওয়াহিদ

বাদলা দিনে
মনে পরে..ছেলে বেলার গান
বৃষ্টি পরে..টাপুর টুপুর
নদে এলো বান

যদি ডেকে বলি
এসো হাত ধরো
চল ভিজি আজ..বৃষ্টিতে..
এসো গান করি..মেঘো মল্লারে..
করূনো ধরা বৃষ্টিতে..
আসবেনা....তুমি...
জানি আমি জানি
অকারনে..তবু কেন কাছে ডাকি...?
কেন..?মরে যাই..তৃষ্ণাতে
এই..এসোনা চলো জলে ভিজি
শ্রাবণো রাতের বৃষ্টিতে..

কতোনা প্রণয়..ভালোবাসা বাসি
অশ্রূ সজল কতো হাঁসাহাঁসি
চোঁখে চোঁখ রাখা
জল ছবি আঁকা..বকুল গন্ধা রাতে..
কাছে থেকেও তুমি কতো দুরে..
আমি মরে যাই তৃষ্ণাতে
চল ভিজি আজ বৃষ্টিতে..

যদি ডেকে বলি.এসো হাত ধর
চল ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে
করূণা ধাঁরা দৃষ্টিতে
আসবে না তুমি..জানি আমি জানি..
অকারনে তবু কেন কাছে ডাকি..??
কেন মরে যাই তৃষ্ণাতে..
এই..এসোনা চলো জলে ভিজি
শ্রাবনো রাতে বৃষ্টিতে..
বাদলা দিনে
মনে পরে..ছেলে বেলার গান
বৃষ্টি পরে..টাপুর টুপুর
নদে এলো বান..
Godhuli logon - গোধূলী লগন

Godhuli logon - গোধূলী লগন

এ্যালবামঃ বলছি তোমাকে
গানঃ গোধূলী লগন
শিল্পীঃ হাবিব ওয়াহিদ ও ন্যান্সি
সুরকারঃ হাবিব ওয়াহিদ
গীতিকারঃ সুস্মিতা বিশ্বাস সাথী

এক সাথে দু-জনে বৃষ্টিতে...
ভিজে একাকার..
ভালোবাসা নয়নে আজ
তোমার আমার
এখন গোধূলী সময়
মন যেন কিছু চায়
চলো না পাখি হয়ে
উড়াল দেই অজানায়...
আসে যদি কালবৈশাখি ঝড়...
বলোতো কি হবে তারপর??
মনে দুজনারি প্রেমের লহর
আসে এখন যদি কোনো ঝড়...।।

ঝড় আসবে আসুক
তাকিয়ে থাকতে চাই এই দুনয়নে...
ভয় করিনা কোনো
ঝড় জানেনা ভালোবাসার মানে...
আজ এই গোধূলী লগন
পাশাপাশি বসে দুজন...
পাছে কিছু চায় মন
এই ভয়ে আছি এখন...
আসে যদি কালবৈশাখী ঝড়...
যা হবার হোক না তারপর...
মনে দুজনারি প্রেমের লহর
আসে এখন যদি কোনো ঝড়...।।

লা..লা..লা..লা..
লা..লা..লা...
লা..লা..লা..লা..
লা..লা..লা...
হুমমমম......
তোমাতেই প্রেম সব
চাঁদ হয়ে আছো মোর আকাশে...
রঙিন আমার বাস্তব
আজ তোমার পাশে বসে...
প্রেম করবো কি অর্পন
চলছে মাস শ্রাবন
দেখেছি ভরে দুনয়ন
জানিনা কি হয় কখন
আসে যদি কালবৈশাখী ঝড়...
লা..লা..লা..লা...
যা হবার হোক না তারপর...
লা..লা..লা..লা...
মনে দুজনারি প্রেমের লহর
আসে এখন যদি কোনো ঝড়...।।
Most Popular Hobbies for Legends

Most Popular Hobbies for Legends


Hobbies interests enable us to remain polite. Without hobbies activities, our lives would be void or just loaded with work, rest and eating. Indeed, a great deal can be said in regards to the sort of hobbies activities you have. While diversions can make up a gigantic piece of our lives, they don't need to make up an immense piece of our financial plan. Here are some extraordinary leisure activities you can improve the situation.  

READING
This is the best HOBBY which the majority of the general population have in like manner everywhere throughout the globe. Get a few books, magazine or anything which matters to you. You can totally unwind other than adapting new things and this is the most ideal approach to do when you are READING.

TRAVELLING
You can go to wherever contingent upon your chance and spending time. Then again, in the event that you simply need to be fiery and leave your sentiment getting bored, at that point you can either go to the nearby stop or your most loved place or watch things there.

WRITING


GARDENING


GUITARIST


VIOLINIST


SINGING


HOUSE WORK


EXERCISING


VOLUNTEERING


FAMILY TIME


LISTENING TO MUSIC


HUNTING


DESIGNING


DEVELOPING


COOKING

PHOTOGRAPHY 
MAGICIAN








Nishi kabbo - নিশি কাব্যে

Nishi kabbo - নিশি কাব্যে

এ্যালবামঃ বলছি তোমাকে
গানঃ নিশি কাব্যে
কন্ঠ শিল্পীঃ হাবিব ওয়াহিদ
গীতিকারঃ সুস্মিতা বিশ্বাস সাথী
সুরকারঃ হাবিব ওয়াহিদ


নিশি গভীর হয়ে চোঁখের পাতা

এক হয়ে না..হয়ে না
তুমি কাছে নেই বলে..
দু-চোঁখ নিদ্রা যায় না


নিশি কাব্যে...

নিশি কাব্যে তোমার আগমন
দ্যেতনায় তবু এই তনু মন
কাছে এসো...
কাছে এসো করবো বরন বিনিদ্র
রই তোমার কারন
এই নিশি তুমি বিনা..
পূর্নতা পায় না...পায় না
তুমি কাছে নেই বলে
দু-চোখ নিদ্রা যায় না


তুমি এলে এই নিশি আলোয় যাবে ভরে

নিশি থেকে উষা হবে মনের অগোচরে
তুমি এলেই তবে হবো নিদ্রা মগ্ন
হা-হাকারে ভরা আজ এই নিশি লগ্ন


তোমার মুখটি...

তোমার মুখটি করি স্মরন
মনে আধাঁর স্মৃতি আবরন
শূন্যতা...
শূন্যতা আর হয়ে না সহন নিশিজুড়ে
আমার জাগরন...
হাত বাড়িয়ে তোমায়
ছোঁয়া যায় না...যায় না...যায় না...
তুমি কাছে নেই বলে দু-চোখ নিদ্রা যায় না।
Tume janona - তুমি জানোনা

Tume janona - তুমি জানোনা

এ্যালবামঃ তুমি সন্ধ্যারও মেঘমালা
গানঃ তুমি জানো না
কন্ঠ শিল্পীঃ হাবিব ওয়াহিদ, ন্যান্সি
কথাঃ কবির বকুল
সুরঃ হাবিব ওয়াহিদ


এ যেন এক নীল কল্পনা

কোনো গল্পনা পুরনো
ও..মনে মনে সুখ রচনা
শুধু দু-জনা মগ্ন
তুমি জানোনা
পেয়ে গেছি আমি জীবন আবার
তুমি জানোনা..তুমি জানোনা
কত না বলা ভাষা
তুমি আশা ভালোবাসা আমার
এ যেন এক নীল কল্পনা
কোনো গল্পনা পুরনো
ও..মনে মনে সুখ রচনা
শুধু দু=জনা মগ্ন..


প্রেমে লিখি চোখে কবিতা

ছুঁয়ে ছুঁয়ে আঁকি ছবিটা
শত ভাবনাতে করে যে নতুন
তুমি সবইতা।
প্রেমে লিখি চোখে কবিতা
ছুঁয়ে ছুঁয়ে আঁকি ছবিটা
শত ভাবনাতে করে যে নতুন
তুমি সবইতা।
তুমি জানোনা
পেয়ে গেছি আমি জীবন আবার
তুমি জানোনা...তুমি জানোনা
কত না বলা ভাষা
তুমি আশা ভালোবাসা আমার
এ যেন এক নীল কল্পনা
কোনো গল্পনা পুরনো
ও..মনে মনে সুখ রচনা
শুধু দু-জনা মগ্ন..


যতো কাছে কাছে আমি যাই

অনুভবে তারও বেশি পাই
তবু এ হৃদয়ে অথৈ পিপাসা
আরো বেশে চাই।
যতো কাছে কাছে আমি যাই
অনুভবে তারও বেশি পাই
তবু এ হৃদয়ে অথৈ পিপাসা
আরো বেশি চাই।
তুমি জানোনা
পেয়ে গেছি আমি জীবন আবার
তুমি জানোনা...তুমি জানোনা
কত না বলা ভাষা
তুমি আশা ভালোবাসা আমার
এ যেন এক নীল কল্পনা
কোনো গল্পনা পুরনো
ও..মনে মনে সুখ রচনা
শুধু দু-জনা মগ্ন।
Golaper din -  গোলাপের দিন

Golaper din - গোলাপের দিন

গানঃ গোলাপের দিন
কন্ঠ শিল্পীঃ হাবিব ওয়াহিদ, ন্যান্সি
কথাঃ সুহরাইদ সুফিয়ান
মিউজিকঃ হাবিব ওয়াহিদ


ভালোবাসার দুয়ার খুলে

এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন
তোমারই প্রেমে
রঙিন হলো এ জীবন
ছেড়োনা এ দুটি হাত
মরে যাবে দুটি মন
ভালোবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।


ডুবেছি, প্রেমের জলে

তোমার ওই দুষ্টু ডাকে
আমার এই মনটা শুধু
তোমাতেই পড়ে থাকে
ঝিরিঝিরি হাওয়াতে
সুখেরই গল্পটাতে
তোমাকেই খুঁজে পাই
তোমারই প্রেমে
রঙিন হলো এ জীবন
ছেড়োনা এ দুটি হাত
মরে যাবে দুটি মন
ভালোবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকেই চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।


বুনেছি, তোমায় নিয়ে

হাজারো স্বপ্ন আমার
তোমার ওই, মনের দেশে
সাজাবো, চাঁদের পাহাড়
মেঘের আসা-যাওয়াতে
উদাসী কল্পনাতে
তোমাকে ছুঁয়ে যাই
তোমারই প্রেমে
রঙিন হলো এ জীবন
ছেড়োনা এ দুটি হাত
মরে যাবে দুটি মন
ভালোবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।।।

Akash choa valobasha - আকাশ ছোঁয়া ভালবাসা

Akash choa valobasha - আকাশ ছোঁয়া ভালবাসা

গানঃ হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
এ্যালবামঃ আকাশ ছোঁয়া ভালবাসা
কন্ঠ শিল্পীঃ হাবিব ওয়াহিদ, ন্যান্সি
গীতিকারঃ জুয়েল মাহমুদ


হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে

সুরের ডানা মেলে
তোমার মনের উঠান লেপে দেবো
সাজিয়ে দেবো ফুলে, তুমি এসো
তবু এসো, ভালোবেসো
হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান লেপে দেবো
সাজিয়ে দেবো ফুলে, তুমি এসো
তবু এসো, ভালোবেসো।


খেয়ালী শিশির লুটাবো তাই

আঁচলে টেনেছে মেঘে
তোমার জন্য শুধু তোমার জন্য
গোধুলী আকাশ লাজুক লাজুক
সন্ধ্যা এখনো জেগে
তোমার জন্য শুধু তোমার জন্য
আমি সেই সুখে আজ
ফেলেছি নোঙ্গর আবেগ জড়ানো কুলে
তুমি এসো, তবু এসো ভালোবেসো।


রাত নিঝুম জোনাক নাচে

চন্দন টিপ মেখে
তোমার জন্য শুধু তোমার জন্য
পদ্মা রাঙ্গা ঝিলোর ডালায়
চাঁদ যে কাব্য লেখে
তোমার জন্য শুধু তোমার জন্য
আমি সেই সুখে আজ স্বপ্নলোকের
দুয়ার দিয়েছি খুলে, তুমি এসো
তবু এসো ভালোবেসো
হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান লেপে দেবো
সাজিয়ে দেবো ফুলে, তুমি এসো
তবু এসো, ভালোবেসো।।।
Dhire dhire - ধীরে ধীরে

Dhire dhire - ধীরে ধীরে

গানঃ ধীরে ধীরে
কন্ঠঃ হাবিব ওয়াহিদ ও ন্যান্সি
লিরিক্সঃ সারমিন সুলতানা সুমি
মিউজিকঃ হাবিব ওয়াহিদ


ধীরে ধীরে সে দুয়ারে আমার

ধীরে ধীরে সে হাওয়ায়
ধীরে ধীরে মন পাহারা তবু কেন
মন চুরি হায়


হো..যে ছিল আড়ালে

খুব কাছে দাড়াঁলে
তার ছায়া শরীরে
খুব কাছে জড়ালে


যে ছিল আড়ালে

খুব কাছে দাড়াঁলে
তার ছায়া শরীরে
খুব কাছে জড়ালে


ধীরে ধীরে আপন হলো

সে যে আমার
ধীরে ধীরে সে দুয়ারে আমার
ধীরে ধীরে সে হাওয়ায়
ধীরে ধীরে মন পাহারা তবু কেন
মন চুরি হায়


হো..থাকো না তুমি

যেওনা দুরে
এক নদী এক স্রোতে
বহিয়া এক সুরে


হো..থাকো না তুমি

যেওনা দুরে
এক নদী এক স্রোতে
বহিয়া এক সুরে
ধীরে ধীরে কাছে আরও
কাছে সে আবার
ধীরে ধীরে সে দুয়ারে আমার
ধীরে ধীরে সে হাওয়ায়
ধীরে ধীরে মন পাহারা তবু কেন
মন চুরি হায়।।।