Wednesday, December 6, 2017

পেনড্রাইভে ফাইল আছে তা দেখা যাচ্ছে না????

পেনড্রাইভে ফাইল আছে তা দেখা যাচ্ছে না????
পেনড্রাইভে ফাইল আছে, কিন্তু অনেক সময় মাউস রেখে ডান ক্লিক করে প্রোপার্টিজে গিয়ে সেগুলো দেখা যায় না। এসব ফাইল দেখার জন্য প্রথমে My Computer -এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে প্রোপার্টিজ এ যান। এখন সিস্টেম রিষ্টোর- এ ক্লিক করে Turn off System Restore all on Drives এ টিক চিহৃ দিয়ে ওকে করূন। নতুন একটি উইন্ডো এলে Yes করূন। এখন My Computer এর মেনু বারের Tools থেকে Folder Options নির্বাচন করে View ক্লিক করূন। Show Hidden Files and Folders টিক চিহৃ দিন এবং Hide Extensions ও Hide Protected বক্স থেকে টিক চিহৃ তুলে দিয়ে ওকে করূন। আপনার ফাইল দেখবেন পেনড্রাইভে, লুকায়িতো অবস্থায় ফোল্ডার গুলো দেখা যাচ্ছে এবং সেগুলো ভাল আছে নষ্ট হয়েনি। পেনড্রাইভে করে কোন ফাইল বা ফোল্ডার অন্য কোন কম্পিউটারে নিতে চাইলে তা জিপ করে নেওয়া ভাল। জিপ করা ফাইল বা ফোল্ডার গুলো ভাইরাসে আক্রমন হয়ে না। কোন ফাইল বা ফোল্ডার জিপ করতে চাইলে সেটির উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Send to Compressed [Zipped] এ ক্লিক করূন। দেখবেন জিপ হয়ে গেছে। আবার আনজিপ করতে চাইলে সেটির উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Extract All -এ ক্লিক করে পর পর দু-বার Next -এ ক্লিক করে দেখবেন আনজিপ হয়ে গেছে।।

SHARE THIS

Author:

Souls Sound is a leading technology media property, dedicated to technology trends, important software, biggest collection of song lyrics, album information, biggest book library, technology tutorial, literature news and reviewing latest topics.

0 comments: