Sunday, November 19, 2017

নোকিয়ার অভি স্টোরে আবহাওয়ার পূর্বাভাসসহ নতুন প্রোগ্রাম

নোকিয়ার অভি স্টোরে আবহাওয়ার পূর্বাভাসসহ নতুন প্রোগ্রাম
আজকের আবহাওয়া কেমন? আকাশ কি বলছে, মেঘ না বৃষ্টি? তাপমাত্রা কত? এরকম নানা ধরনের প্রশ্নের সমাধান এখন নোকিয়ার মোবাইল ফোন সেটেই পাওয়া যাবে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে নোকিয়া মোবাইল ফোন সেটে আবহাওয়ার পূর্বাভাসসহ আরও দুটি সুবিধা চালুর ঘোষনা দিয়েছে নোকিয়া বাংলাদেশ নোকিয়ার অন-লাইন দোকান অভি ষ্টোর থেকে এখন থেকে আবহাওয়ার পূর্বাভাস ছাড়াও বোর্ড পরীক্ষার ফলাফল শেয়ারবাজারের সর্বশেষ তথ্য পাওয়া যাবে এসবের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম ছাড়া হয়েছে অভি ষ্টোরে প্রধানমন্ত্রীর একান্ত সচিব এবং সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের জাতীয় প্রকল্প পরিচালক এম নজরুল ইসলাম খান বলেন নোকিয়া ফোন সেটের মাধ্যেমে আবহাওয়ার তথ্য পাওয়ার সেবা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে ছাড়া মোবাইল ফোন সেটের মাধ্যেমে মানুষের দরকারি দিকগুলোর দিকে নজর দিতে সংশ্লিষ্টদের আরও উদ্যেগী হতে হবে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নোকিয়া এমাজিং এশিয়ার কান্ট্রি ম্যানেজার আবু দাউদ খান তিনি বলেন, ক্রমেই মোবাইল ফোন সেটের প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন একটি প্রতিষ্ঠিত শিল্পে পরিণত হচ্ছে বাংলাদেশে নোকিয়া ফোনের বিভিন্ন প্রোগ্রাম তৈরি করেছেন দেশেরই তরূণেরা নতুন একটি প্রোগ্রামের নানা দিক নিয়ে কথা বলেন এগুলোর মাল্টিমিডিয়া কনট্যান্ট অ্যান্ড কমিউনিকেশনের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোস্তফা জাকির হায়দার তিনি জানান, আবহাওয়ার পূর্বাভাস জানার প্রোগ্রামওয়েদার নাউ এর মাধ্যমে সাতটি বিভাগীয় শহরের দৈনন্দিন আবহাওয়ার অবস্থাসহ পরবর্তী চার দিনের আবহাওয়ার খবর জানা যাবে ছাড়া এর মাধ্যমে ঝড়, সাইক্লোনসহ অনন্যা জরূরী আবহাওয়ার বার্তা পাওয়া যাবে আরষ্কোর বোর্ড অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ১৯৯৬ সাল থেকে পর্যন্ত এস.এস.সি এইচ.এস.সি সব বোর্ডের ফলাফল জানা যাবে এছাড়া ষ্টক অ্যাসিষ্ট নামের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম শেয়ার বাজারের বিভিন্ন শেয়ারের সর্বশেষ তথ্য, লাভ ক্ষতির হিসাব ছাড়াও নানা ধরনের তথ্য পাওয়া যাবে নোকিয়ার তিনটি নতুন অ্যাপ্লিকেশন যে কেউ বিনামূল্যে নোকিয়ার অভি ষ্টোর থেকে নামিয়ে নিতে পারবে তবে এর জন্য নোকিয়া মোবাইল ফোন সেটটিতে ইন্টারনেট সংযোগ থাকতে হবে


SHARE THIS

Author:

Souls Sound is a leading technology media property, dedicated to technology trends, important software, biggest collection of song lyrics, album information, biggest book library, technology tutorial, literature news and reviewing latest topics.

0 comments: