Showing posts with label Technology. Show all posts
Showing posts with label Technology. Show all posts

Wednesday, December 6, 2017

পেনড্রাইভে ফাইল আছে তা দেখা যাচ্ছে না????

পেনড্রাইভে ফাইল আছে তা দেখা যাচ্ছে না????

পেনড্রাইভে ফাইল আছে তা দেখা যাচ্ছে না????
পেনড্রাইভে ফাইল আছে, কিন্তু অনেক সময় মাউস রেখে ডান ক্লিক করে প্রোপার্টিজে গিয়ে সেগুলো দেখা যায় না। এসব ফাইল দেখার জন্য প্রথমে My Computer -এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে প্রোপার্টিজ এ যান। এখন সিস্টেম রিষ্টোর- এ ক্লিক করে Turn off System Restore all on Drives এ টিক চিহৃ দিয়ে ওকে করূন। নতুন একটি উইন্ডো এলে Yes করূন। এখন My Computer এর মেনু বারের Tools থেকে Folder Options নির্বাচন করে View ক্লিক করূন। Show Hidden Files and Folders টিক চিহৃ দিন এবং Hide Extensions ও Hide Protected বক্স থেকে টিক চিহৃ তুলে দিয়ে ওকে করূন। আপনার ফাইল দেখবেন পেনড্রাইভে, লুকায়িতো অবস্থায় ফোল্ডার গুলো দেখা যাচ্ছে এবং সেগুলো ভাল আছে নষ্ট হয়েনি। পেনড্রাইভে করে কোন ফাইল বা ফোল্ডার অন্য কোন কম্পিউটারে নিতে চাইলে তা জিপ করে নেওয়া ভাল। জিপ করা ফাইল বা ফোল্ডার গুলো ভাইরাসে আক্রমন হয়ে না। কোন ফাইল বা ফোল্ডার জিপ করতে চাইলে সেটির উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Send to Compressed [Zipped] এ ক্লিক করূন। দেখবেন জিপ হয়ে গেছে। আবার আনজিপ করতে চাইলে সেটির উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Extract All -এ ক্লিক করে পর পর দু-বার Next -এ ক্লিক করে দেখবেন আনজিপ হয়ে গেছে।।

Tuesday, December 5, 2017

Most Popular Hobbies for Legends

Most Popular Hobbies for Legends


Hobbies interests enable us to remain polite. Without hobbies activities, our lives would be void or just loaded with work, rest and eating. Indeed, a great deal can be said in regards to the sort of hobbies activities you have. While diversions can make up a gigantic piece of our lives, they don't need to make up an immense piece of our financial plan. Here are some extraordinary leisure activities you can improve the situation.  

READING
This is the best HOBBY which the majority of the general population have in like manner everywhere throughout the globe. Get a few books, magazine or anything which matters to you. You can totally unwind other than adapting new things and this is the most ideal approach to do when you are READING.

TRAVELLING
You can go to wherever contingent upon your chance and spending time. Then again, in the event that you simply need to be fiery and leave your sentiment getting bored, at that point you can either go to the nearby stop or your most loved place or watch things there.

WRITING


GARDENING


GUITARIST


VIOLINIST


SINGING


HOUSE WORK


EXERCISING


VOLUNTEERING


FAMILY TIME


LISTENING TO MUSIC


HUNTING


DESIGNING


DEVELOPING


COOKING

PHOTOGRAPHY 
MAGICIAN








Sunday, November 19, 2017

ওয়েব ডিজাইন শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন

ওয়েব ডিজাইন শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন

ওয়েব ডিজাইন শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন

একটি ওয়েবসাইটের বাহ্যিক অবয়ব তৈরি করাই হচ্ছে ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনের মাধ্যমে ওয়েব সাইটটি দেখতে কেমন হবে বা এর সাধারণ রুপ কেমন হবে তা নির্ধারণ করে। এক্ষেত্রে একজন ওয়েব ডিজাইনারের মূল কাজ হলো একটি পূর্ণাঙ্গ ওয়েব টেমপ্লেট তৈরি করা। যেখানে প্রথমে শিখতে হবে পর্যায়ক্রমে- 
1) এইচটিএমল (HTML)
2) সিএসএস (CSS)
3) জাভাস্ক্রিপট/জেকোয়েরী (Javascript/jquery).

উল্লেখিত 3টি ল্যাংগুয়েজ দ্বারা একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করা শিখতে নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন আশা করি। কিছু বুঝতে অসুবিধা হলে মন্তব্য করে জানাবেন। আমরা শুরু করবো ওয়েব ডিজাইনের প্রাথমিক পর্যায় থেকে অর্থাৎ এইচটিএমএল (HTML) নিয়ে । যাহা শুরু থেকে শেষাব্দি পর্ব আকারে চলমান থাকবে। 
নোকিয়ার অভি স্টোরে আবহাওয়ার পূর্বাভাসসহ নতুন প্রোগ্রাম

নোকিয়ার অভি স্টোরে আবহাওয়ার পূর্বাভাসসহ নতুন প্রোগ্রাম

নোকিয়ার অভি স্টোরে আবহাওয়ার পূর্বাভাসসহ নতুন প্রোগ্রাম
আজকের আবহাওয়া কেমন? আকাশ কি বলছে, মেঘ না বৃষ্টি? তাপমাত্রা কত? এরকম নানা ধরনের প্রশ্নের সমাধান এখন নোকিয়ার মোবাইল ফোন সেটেই পাওয়া যাবে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে নোকিয়া মোবাইল ফোন সেটে আবহাওয়ার পূর্বাভাসসহ আরও দুটি সুবিধা চালুর ঘোষনা দিয়েছে নোকিয়া বাংলাদেশ নোকিয়ার অন-লাইন দোকান অভি ষ্টোর থেকে এখন থেকে আবহাওয়ার পূর্বাভাস ছাড়াও বোর্ড পরীক্ষার ফলাফল শেয়ারবাজারের সর্বশেষ তথ্য পাওয়া যাবে এসবের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম ছাড়া হয়েছে অভি ষ্টোরে প্রধানমন্ত্রীর একান্ত সচিব এবং সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের জাতীয় প্রকল্প পরিচালক এম নজরুল ইসলাম খান বলেন নোকিয়া ফোন সেটের মাধ্যেমে আবহাওয়ার তথ্য পাওয়ার সেবা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে ছাড়া মোবাইল ফোন সেটের মাধ্যেমে মানুষের দরকারি দিকগুলোর দিকে নজর দিতে সংশ্লিষ্টদের আরও উদ্যেগী হতে হবে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নোকিয়া এমাজিং এশিয়ার কান্ট্রি ম্যানেজার আবু দাউদ খান তিনি বলেন, ক্রমেই মোবাইল ফোন সেটের প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন একটি প্রতিষ্ঠিত শিল্পে পরিণত হচ্ছে বাংলাদেশে নোকিয়া ফোনের বিভিন্ন প্রোগ্রাম তৈরি করেছেন দেশেরই তরূণেরা নতুন একটি প্রোগ্রামের নানা দিক নিয়ে কথা বলেন এগুলোর মাল্টিমিডিয়া কনট্যান্ট অ্যান্ড কমিউনিকেশনের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোস্তফা জাকির হায়দার তিনি জানান, আবহাওয়ার পূর্বাভাস জানার প্রোগ্রামওয়েদার নাউ এর মাধ্যমে সাতটি বিভাগীয় শহরের দৈনন্দিন আবহাওয়ার অবস্থাসহ পরবর্তী চার দিনের আবহাওয়ার খবর জানা যাবে ছাড়া এর মাধ্যমে ঝড়, সাইক্লোনসহ অনন্যা জরূরী আবহাওয়ার বার্তা পাওয়া যাবে আরষ্কোর বোর্ড অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ১৯৯৬ সাল থেকে পর্যন্ত এস.এস.সি এইচ.এস.সি সব বোর্ডের ফলাফল জানা যাবে এছাড়া ষ্টক অ্যাসিষ্ট নামের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম শেয়ার বাজারের বিভিন্ন শেয়ারের সর্বশেষ তথ্য, লাভ ক্ষতির হিসাব ছাড়াও নানা ধরনের তথ্য পাওয়া যাবে নোকিয়ার তিনটি নতুন অ্যাপ্লিকেশন যে কেউ বিনামূল্যে নোকিয়ার অভি ষ্টোর থেকে নামিয়ে নিতে পারবে তবে এর জন্য নোকিয়া মোবাইল ফোন সেটটিতে ইন্টারনেট সংযোগ থাকতে হবে

Friday, November 3, 2017

Most Popular YouTubers In Bangladesh

Most Popular YouTubers In Bangladesh


YouTube Channel as on Education, Entertainment, Funny, Tutorial, Interview, Current status of trends  etc. YouTube is the public word worldwide and most online users here. Much online freelancer are working on the YouTube channel to promote their online earning by their YouTube online channel. Most popular YouTube channels in Bangladesh; chart below as per subscriber and views. 

Here is a most popular list of YouTuber in Bangladesh.