Wednesday, December 27, 2017

সব চুপ, নিশ্চুপ | বাপ্পা মজুমদার

গান - সব চুপ
শিল্পি - বাপ্পা মজুমদার
কথা, সুর ও সঙ্গীত - বাপ্পা মজুমদার


সব চুপ, নিশ্চুপ
এ আধাঁর নিষ্পাপ
রাত বাড়ে, ঝিঁ ঝি পোকা
মিস্তস্কে কি ভীষণ চাপ! [2]

ঝিম ঝিম, মাথা ঝিম
হাতে তুলে স্মৃতির গেলাস
মনে পড়ে, প্রানে পোড়ে
পুরোনো সে চেনা নিঃশ্বাস...চেনা নিঃশ্বাস...চেনা নিঃশ্বাস..
চেনা নিঃশ্বাস!!

সব চুপ, নিশ্চুপ
এ আধাঁর নিষ্পাপ
রাত বাড়ে, ঝিঁঝি পোকা
মিস্তস্কে কি ভীষণ চাপ।।

এক দুই, আজ থেকে তুই
ভুলে যাস পুরোনো প্রলাপ
নয় ছয়, আজ আর নয়
ভুলে যাস তুই যত খরতাপ
যত খরতাপ...যত অভিশাপ..যত বিলাপ...

এক দুই, আজ থেকে তুই
ভুলে যাস পুরোনো প্রলাপ
রাত বাড়ে, ঝিঁঝি পোকা
মিস্তস্কে কি ভীষণ চাপ।।

সব চুপ, নিশ্চুপ
এ আধাঁর নিষ্পাপ
রাত বাড়ে, ঝিঁঝি পোকা
মিস্তস্কে কি ভীষণ চাপ।।


SHARE THIS

Author:

Souls Sound is a leading technology media property, dedicated to technology trends, important software, biggest collection of song lyrics, album information, biggest book library, technology tutorial, literature news and reviewing latest topics.

0 comments: