Tuesday, September 10, 2019

কে চায় তোমাকে পেলে-মহাদেব সাহা

কে চায় তোমাকে পেলে-মহাদেব সাহা

বলো না তোমাকে পেলে কোন মূর্খ অর্থ-পদ চায়
বলো কে চায় তোমাকে ফেলে স্বর্ণসিংহাসন
জয়ের শিরোপা আর খ্যাতির সম্মান,
কে চায় সোনার খনি তোমার বুকের এই স্বর্ণচাঁপা পেলে?
তোমার স্বীকৃতি পেলে কে চায় মঞ্চের মালা
কে চায় তাহলে আর মানপত্র তোমার হাতের চিঠি পেলে,
তোমার স্নেহের ছায়া পেলে বলো কে চায় বৃক্ষের ছায়া
তোমার শুশ্রূষা পেলে কে চায় সুস্থতার ছাড়পত্র বলো,
বলো না তোমাকে পেলে কোন মূর্খ চায় শ্রেষ্ঠ পদ
কে চায় তাহলে বলো স্বীকৃতি বা মিথ্যা সমর্থন,
তোমার প্রশ্রয় পেলে কে চায় লোকের করুণা
বলো কে চায় তোমাকে ফেলে স্বর্ণমুদ্রা কিংবা রাজ্যপাট
বলো না তোমাকে পেলে কোন মূর্খ অন্য কিছু চায়,
কে আর তোমার বুকে স্থান পেলে অন্যখানে যায়।।

Monday, September 9, 2019

বলোতো আমি তোমার কে, বলোনা তুমি আমার কে?

বলোতো আমি তোমার কে, বলোনা তুমি আমার কে?

বলোতো আমি তোমার কে
শিল্পিঃ এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী



বলোতো আমি তোমার কে?
বলোনা তুমি আমার কে?
বলোতো আমি তোমার কে?
বলোনা তুমি আমার কে?
জানিনা কেন যে তোমার প্রতি
আমার এতো টান...
কেন একবার না দেখিলে তোমায়
বাচেঁনা পরান।। (2)

বলোতো কি করে তোমার দুচোখে
আমার দুচোখ পড়লো..
আর রঙের ফাগুনে চোখ ভরলো।(2)
কেন এমন করে,
নতুন জীবন,
আমায় করলে তুমি দান।।

কেন একবার না দেখিলে তোমায়
বাচেঁনা পরান।

বলোতো আমি তোমার কে?
বলোনা তুমি আমার কে?
বলোতো আমি তোমার কে?
বলোনা তুমি আমার কে?

বলোতো কি করে তোমার মনেতে
আমার এ মন মিশলো
আর সুখে প্লাবনে মন ভাসলো
কেন এমন করে
বুকের ভিতর,
জাগাও খুশির বান।।

কেন একবার না দেখিলে তোমায়
বাচেঁনা পরান।

বলোতো আমি তোমার কে?
বলোনা তুমি আমার কে?
বলোতো আমি তোমার কে?
বলোনা তুমি আমার কে?




Monday, January 29, 2018

তুমি অন্তরে তুমি নয়নে | খালিদ হাসান মিলু

তুমি অন্তরে তুমি নয়নে | খালিদ হাসান মিলু

তুমি অন্তরে তুমি নয়নে 
শিল্পিঃ খালিদ হাসান মিলু 

তুমি অন্তরে তুমি নয়নে 
তুমি জীবনে তুমি মরনে..
ওরে প্রানও ময়নারে..
তুমি অন্তরে তুমি নয়নে 
তুমি জীবনে তুমি মরনে 
ওরে প্রানও ময়নারে....!! 

তুমি খাঁটি প্রেমের ফুল, তুমি জীবনের দু'কুল
তুমি আলো আধারে..
তুমি খাঁটি প্রেমের ফুল, তুমি জীবনের দু'কুল
তুমি আলো আধারে!!

তুমি পূর্ণিমা চাঁদা এই অন্তরে আমাবশ্বার
আধারে ওরে প্রানও ময়না রে
তুমি অন্তরে তুমি নয়নে তুমি
জীবনে তুমি মরনে
ওরে প্রানও ময়নারে..!!

যদি করি কোন ভুল আমি দিব তার মাশুল
সারা জীবনও ধরে 
যদি করি কোন ভুল আমি দিব তার মাশুল
সারা জীবনও ধরে
আমি চাইনা হারাই চিরো তরে কোনো ভুলে
তোমারে....
ওরে প্রানও ময়নারে

তুমি অন্তরে তুমি নয়নে 
তুমি জীবনে তুমি মরনে..
ওরে প্রানও ময়নারে..
তুমি অন্তরে তুমি নয়নে 
তুমি জীবনে তুমি মরনে 
ওরে প্রানও ময়নারে....!! 

গুরু উপায় বলো না | খালিদ হাসান মিলু

গুরু উপায় বলো না | খালিদ হাসান মিলু

গুরু উপায় বলো না
শিল্পিঃ খালিদ হাসান মিলু 
এ্যালবামঃ মানুষ

গুরু উপায় বলো না
জনম দুঃখী কপাল পোড়া গুরু
আমি একজনা..

গিয়াছিলাম ভবের বাজারে 
ছয় চোরাতে করলো চুরি
গুরু ধরলো আমারে..

চোরায় চুরি করে খালাস পাইলো গো
ও গুরু গো.....ও..ও.ওওও
চুরি করে খালাস পাইলো গো
গুরু আমায় দিল জেলখানায়!!! 

জনম দুঃখী কপাল পোড়া গুরু
আমি একজনা..
গুরু উপায় বলো না!!

শিশুকালে মইরা গেল মা
গর্ভে রাইখা পিতা মরলো গুরু 
চোখে দেখলাম না!!

আমায় কে করিবে লালন পালন গো 
ও গুরু গো ও.ও..ওওও
কে করিবে লালন পালন গো 
গুরো গো 
কে যে দিবে শান্তনা 

জনম দুঃখী কপাল পোড়া গুরু
আমি একজনা..
গুরু উপায় বলো না!!

Wednesday, January 24, 2018

ডাক দিয়াছেন দয়াল আমারে

ডাক দিয়াছেন দয়াল আমারে


ডাক দিয়াছেন দয়াল আমারে

শিল্পীঃ এ্যান্ড্রু কিশোর
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরকারঃ আলম খান

ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে...
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।।

ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালাখানী গলে পরিলাম
আমি গলে পরিলাম।।

ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম
আমার সাধের মালা
আমার সাধের মালা যায়রে ছিড়ে..
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।।

ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমি দেখা না পাইলাম।।
ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমার সংগের সাথী..
আমার সংঙ্গের সাথী কেউ হলো না-রে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে..
রইবনা আর বেশী দিন তোদের মাজারে।।

Wednesday, December 27, 2017

সব চুপ, নিশ্চুপ | বাপ্পা মজুমদার

সব চুপ, নিশ্চুপ | বাপ্পা মজুমদার

গান - সব চুপ
শিল্পি - বাপ্পা মজুমদার
কথা, সুর ও সঙ্গীত - বাপ্পা মজুমদার


সব চুপ, নিশ্চুপ
এ আধাঁর নিষ্পাপ
রাত বাড়ে, ঝিঁ ঝি পোকা
মিস্তস্কে কি ভীষণ চাপ! [2]

ঝিম ঝিম, মাথা ঝিম
হাতে তুলে স্মৃতির গেলাস
মনে পড়ে, প্রানে পোড়ে
পুরোনো সে চেনা নিঃশ্বাস...চেনা নিঃশ্বাস...চেনা নিঃশ্বাস..
চেনা নিঃশ্বাস!!

সব চুপ, নিশ্চুপ
এ আধাঁর নিষ্পাপ
রাত বাড়ে, ঝিঁঝি পোকা
মিস্তস্কে কি ভীষণ চাপ।।

এক দুই, আজ থেকে তুই
ভুলে যাস পুরোনো প্রলাপ
নয় ছয়, আজ আর নয়
ভুলে যাস তুই যত খরতাপ
যত খরতাপ...যত অভিশাপ..যত বিলাপ...

এক দুই, আজ থেকে তুই
ভুলে যাস পুরোনো প্রলাপ
রাত বাড়ে, ঝিঁঝি পোকা
মিস্তস্কে কি ভীষণ চাপ।।

সব চুপ, নিশ্চুপ
এ আধাঁর নিষ্পাপ
রাত বাড়ে, ঝিঁঝি পোকা
মিস্তস্কে কি ভীষণ চাপ।।

Friday, December 8, 2017

Most Important Extension for Keyword Research

Most Important Extension for Keyword Research

Five place for Keyword  Idea Generate

Five place for Keyword Idea Generate

We can generate the keyword Idea from these five places. From here you will see minimum seven/eight hundred keywords. You know best about what you're working on. You have to look after seeing, I'll take this keyword just based on the demand. 


 

 

 

 

 




Thursday, December 7, 2017

Valobasha daw valobasha naw - ভালোবাসা দাও ভালোবাসা নাও

Valobasha daw valobasha naw - ভালোবাসা দাও ভালোবাসা নাও

এ্যালবাম/সিনেমাঃ ছুয়ে দিলে মন
গানঃ ভালোবাসা দাও ভালোবাসা নাও
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
সুরকারঃ হাবিব ওয়াহিদ
কথাঃ মারজুক রাসেল

আমি তোমাকে আরও কাছে থেকে
তুমি আমাকে আরও কাছে থেকে
আমি তোমাকে আরও কাছে থেকে
তুমি আমাকে আরও কাছে থেকে
যদি জানতে চাও..
তবে ভালোবাসা দাও..ভালোবাসা নাও
ভালোবাসা দাও..ভালোবাসা নাও।।

নদী কেন যায় সাগরের ডাকে
চাঁদও কেন বৃষ্টির আশায় থাকে
যদি বুঝতে চাও..
আমি তোমার ওই চোঁখে চোঁখ রেখে
তুমি আমার এই চোঁখে চোঁখ রেখে
আমি তোমার ওই চোঁখে চোঁখ রেখে
তুমি আমার এই চোঁখে চোঁখ রেখে
স্বপ্ন দেখে যাও..
তবে ভালোবাসা দাও..ভালোবাসা নাও
ভালোবাসা দাও..ভালোবাসা নাও

কাছে এলে যাও দূরে সরে
কতদিন রাখবে আর একা করে
মনে টেনে নাও..
আমি তোমার ওই হাতে হাত রেখে
তুমি আমার এই হাতে হাত রেখে
আমি তোমার ওই হাতে হাত রেখে
তুমি আমার এই হাতে হাত রেখে
এসো এগিয়ে যাও..
শুধু ভালোবাসা দাও ভালোবাসা নাও
ভালোবাসা দাও ভালোবাসা নাও
আমি তোমাকে আরও কাছে থেকে
তুমি আমাকে আরও কাছে থেকে
যদি জানতে চাও..
তবে ভালোবাসা দাও..ভালোবাসা নাও
ভালোবাসা দাও..ভালোবাসা নাও।।

Nishi furay na - নিশি ফুরায়ে না

Nishi furay na - নিশি ফুরায়ে না

এ্যালবামঃ স্বাধীন
গানঃ নিশি ফুরায়ে না
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
সুরকারঃ হাবিব ওয়াহিদ

নিশি ফুরায়ে না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রানে সয়ে না বলি কেমনে
নিশি ফুরায়ে না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রানে সয়ে না বলি কেমনে।।

সে দুনয়নে আহা কি মায়া
সুরে সুরে গায় যেন কাজল ভ্রমরা
সে দুনয়নে আহা কি মায়া
সুরে সুরে গায় যেন কাজল ভ্রমরা
এক জনমে কি করে হায়
কত ভালোবেসে গেলে তারে পাওয়া যায়
নিশি ফুরায়ে না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রানে সয়ে না বলি কেমনে
নিশি ফুরায়ে না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রানে সয়ে না বলি কেমনে।।

আকাশে বাতাসে খুঁজে বেড়ায়
এক নিমিশে যেন পেয়েও হারায়
আকাশে বাতাসে খুঁজে বেড়ায়
এক নিমিশে যেন পেয়েও হারায়
কোন ভুবনে সে যে হারায়
কত পথ হেটে গেলে খুঁজে পাওয়া যায়
নিশি ফুরায়ে না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রানে সয়ে না বলি কেমনে
নিশি ফুরায়ে না থাকা যায় না তার বিহনে
সে ধরা দেয় না প্রানে সয়ে না বলি কেমনে।।

Wednesday, December 6, 2017

Tumihina - তুমিহীনা

Tumihina - তুমিহীনা

গানঃ তুমিহীনা
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
সুরকারঃ হাবিব ওয়াহিদ

তুমি হীনা নিশি রাত একা
চাঁদ অপলক চেয়ে রয় না
তুমি হীনা
দূরের ঐ আকাশ ছুঁয়ে যায় না
তুমি হীনা নিশি রাত একা
চাঁদ অপলক চেয়ে রয় না
তুমি হীনা
দূরের ঐ আকাশ ছুঁয়ে যায় না
মন শুধু খুঁজে বেড়ায়
তোমাতেই ঘুরে বেড়ায় একাকি
এই ফুল শহরে
স্মৃতির সব প্রহরে
অবুঝ আমি কেনো আজো তোমাকেই খুঁজি
জানি না আমি
জান কি তুমি?

তোমাকে খুঁজে যাই, খেয়ালে-বেখেয়ালে
কারনে অকারনে, দক্ষিনের বন্ধ জানালায়
কেন আজ তুমি দূরে বলো হারিয়ে
তুমি হীনা তবু আছি দাঁড়িয়ে
তুমি হীনা শহরের খোয়ারে খোয়ারে ঘুরা হয়ে না
তুমি হীনা চোঁখের কোণে জল মোছা হয়ে না
মন শুধু খুঁজে বেড়ায়
তোমাতেই ঘুরে বেড়ায় একাকি
এই ফুল শহরে
স্মৃতির সব প্রহরে
অবুঝ আমি কেনো আজো তোমাকেই খুঁজি
জানি না আমি
জান কি তুমি?