Friday, December 1, 2017

Jhora pata ure jay - ঝরা পাতা উড়ে যায়



কথাঃ শারমিন সুলতানা সুমি (চিরকুট)

শিল্পিঃ হাবিব ও ন্যান্সি


ঝরা পাতা উড়ে যায়

আহারে কি মায়ায় 
একা একা ফিরে দেখা 
দক্ষিণ হাওয়ায়; 


কিছু কি ছিলনা বলার, কিছু ধরে রাখবার 

অন্ধ বাঁধনে, সে পথ চলার
আজও জানালা বেয়ে
একই রোদ্দুর পাশে 
সন্ধ্যা তারা জ্বালানো 
কেউ আমার আকাশে;


ভেবো না আমায়

নিয়ে সুখেই আমি আছি
আধাঁরে ভয় নেই আর 
তুমি কি এখনো, তেমনই আছো
নাকি বিষম্ভর আবার;


কিছু কি ছিলনা বলার, কিছু ধরে রাখবার 

অন্ধ বাঁধনে, সে পথ চলার 
আজও জানালা বেয়ে
একই রোদ্দুর পাশে 
সন্ধ্যা তারা জ্বালানো
কেউ আমার আকাশে।।


SHARE THIS

Author:

Souls Sound is a leading technology media property, dedicated to technology trends, important software, biggest collection of song lyrics, album information, biggest book library, technology tutorial, literature news and reviewing latest topics.

0 comments: